ঠাকুরগাঁওয়ে ৫০তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার বিকেলে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দীন আল আজাদের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহাবুবুর রহমান, বিশেষ অতিথি জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাসুদুর রহমান বাবু, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোশারফ হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার রওশন আরা বেগম, পীরগঞ্জ সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শাহেদা শাজনাজ, সি,এম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক প্রীতি গাঙ্গুলী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মাসুদ রানা প্রমুখ। এ সময় জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা, অংশগ্রনকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
পরে জেলার বিভিন্ন উপজেলার স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিরা।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম