আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্জ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ এর নেতৃত্বে পলাশবাড়ী উপজেলার কয়েকটি সংগঠনে বিভক্ত সাংবাদিকদের একিভুত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ মে রোববার উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি বলেন উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিজ নিজ স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়া ছাড়া অন্য কোন বিকল্প নেই।
এ মতবিনিময় সভায় পলাশবাড়ীর ৪টি প্রেসক্লাবের সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এসময় ঐক্যবদ্ধ হওয়া ও একত্রিত হওয়ার প্রতিবন্ধকতা সমূহ তুলে ধরেন এবং সামাধানের দাবী জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী ও ঠিকাদার এনামুল হক মকবুল, ৫ নং মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল প্রমুখ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম