নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। নবাবগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়াজনে আজ বুধবার সকালে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নবাবগঞ্জ উপজেলায় ৪র্থ জাতীয় ভোটার দিবস পালিত হয়। এ দিবস উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে নানা রংয়ের ব্যানার ও ফেষ্টুন নিয়ে র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম প্রমূূখ। বক্তারা জাতীয় ভোটাধিকার দিবসের গুরুত্ব, ভোটার হওয়ার শর্ত ও প্রয়োজনীয়তা এবং সামাজিক ও রাষ্ট্রীয় বিভিন ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের অপরিহায্যতা নিয়ে আলোচনা করেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম