নবাবগঞ্জে মহান মে দিবস পালনে র্যালি আলোচনা সভা

এম এ সাজেদুল ইসলাম(সাগর)
নবাবগঞ্জ (দিনাজপুর ) থেকেঃ
বুধবার র্যালি আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে মহান মে দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসন , দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নবাবগঞ্জ শাখা (১১৬৭) , ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন , রিক্সা ভ্যান অটো ট্রাক, ইলেক্ট্রিশিয়ান শ্রমিক সংগঠন সহ শ্রমিক সংগঠনের আয়োজনে র্যালি উপজেলার গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে ডাক বাংলো চত্বরে মিলিত হয়ে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নে নবাবগঞ্জ শাখার সভাপতি মোঃ জমশেদ আলী সভাপতিত্বে আলোচনা সভায় মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার, শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার মহাসিন আলী, হাফিজুর রহমান মিলন, মিজানুর রহমান , এ ্সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, সহ-সভাপতি সঞ্জয় রায়, এম এ সাজেদুল ইসলাম(সাগর), ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মতিবুর রহমান প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেছেন , শ্রমিকদের পাশে সরকার সব সময় রয়েছে। আসুন এলাকার উন্নয়নমুলক কাজে সকলে একতাবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করি।
