আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী স্বর্গীয় শ্রীমতি চন্দনা রানী চন্দ্র রায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
আজ ৩০ এপ্রিল পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বিকাল ৩ টার সময় উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনুর সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক উম্মে হানির সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান,সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ,জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মাহমুদা বেগম পারুলসহ জেলা ও উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রীগণ। বক্তরা,স্বর্গীয় শ্রীমতি চন্দনা রানী রায়ের কর্মময় জীবনের উপর আলোকপাত করে তাহার আত্মার শান্তি কামনা করেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম