আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে দেওয়া হয়। দায়িত্ব গ্রহনকালে উপজেলা পরিষদের নব নির্বাচিত শাহ. মোঃ সরোয়ার কবির তিনি বলেন, প্রিয় জনগণ সকলের সার্বিক সহযোগীতা নিয়ে ‘প্রথমে গাইবান্ধা সদর উপজেলাকে একটি মাদক ও বাল্যবিবাহ মুক্ত আধুনিক মডেল উপজেলা হিসাবে গড়ে তুলব’। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধা সদর উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানরা তাদের দায়িত্ব বুঝে নিয়েছেন। গতকাল ২৯ এপ্রিল সোমবার গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. সারোয়ার কবীর, ভাইস-চেয়ারম্যান নুর-এ হাবীব টিটন ও মহিলা ভাইস-চেয়ারম্যান তাসলিমা সুলতানা স্মৃতি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেন। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারি গণ অনুষ্ঠানের শুরুতে সকালে নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়। এরপর আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব বুঝিয়ে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়।
এসময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। এরআগে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ সদর উপজেলা পরিষদ চত্বরে নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের স্বাগত জানায়। দায়িত্বভার গ্রহন করে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মো. সারোয়ার কবীর বলেন,উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগীতা নিয়ে সরকারের গৃহিত উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি ‘প্রথমে গাইবান্ধা সদর উপজেলাকে একটি মাদক ও বাল্যবিবাহ মুক্ত আধুনিক মডেল উপজেলা হিসাবে গড়ে তুলব’।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম