পলাশবাড়ীতে ৪০ দিনের কর্মসূচীর উদ্বোধন

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় অতিদরিদ্র কর্মসুচি ৪০ দিনের আওতায় কাজের বিনিময় খাদ্য কর্মসূচি ৯ টি ইউনিয়নে ২৯ এপ্রিল সোমবার একযোগে এ কাজের শুভ উদ্বোধনে সদর ইউনিয়নের জামালপুর ওয়ার্ডে কাজের উদ্বোধন করেন- নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারি প্রকৌশলী রাশেদুল ইসলাম রাসেল,প্রকল্পের সভাপতি ইউপি সদস্য ও ট্যাগ অফিসারগণ সহ ইউনিয়ন পরিষদের সচিব, সকল সদস্য বৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পলাশবাড়ী উপজেলা ৯ টি ইউনিয়নে এবারের ৪০ দিনে কর্মসূচীতে ২৯১০ জন সুবিধা পাবেন। প্রতিদিন তারা ২০০ শত টাকা হারে পাবেন। তবে এবার কর্মসূচীর চলমান কাজ গুলো ভালোভাবে সম্পন্ন করতে মাঠে সর্বদা কাজ করবে ট্যাগ অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
