4:55 AM, 13 November, 2025

গলায় ছুড়িকাঘাতের কারনে পলাশবাড়ী থানায় হত্যা চেষ্টার মামলা

sojib news 14

গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার জামালপুর গ্রামের ছাদেক আলী চেংটুর ছেলে নিয়মিত স্থানীয় কন্ঠ শিল্পি সজিবের গলায় গত ৯ এপ্রিল শবে বরাতে একই গ্রামের লেবু প্রধানের ছেলে গোলাম আযম পরিকল্পিত ভাবে সজীবের গলায় ছুড়িকাঘাত করে গুরুত্ব আহত করে। পরে স্থানীয়রা সজীব কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে সজীবের অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রংপুরে রেফার্ড করে। এরপর করোনার এই সময়ে চিকিৎসক সংকট কালে অবশেষে রংপুরে পপুলারে সজীবের গলায় অপারেশন করে সেলাই করা হয়। এরপর হতে আহত সজীব নিজবাড়ীতে থেকে চিকিৎসা গ্রহন করে। এঘটনায় সজীবের বাবা ছাদেক আলী বাদী হয়ে পলাশবাড়ী থানায় তিনজনে নামীয় ও ২ হতে ৩ জন কে অজ্ঞাত করে এজাহার দায়ের করে। এ এজাহারের ভিক্তিতে গত ১১ মে পলাশবাড়ী থানা মামলা দায়ের করা হয়। মামলা নং ১৩।

এমামলায় মুল ঘাতক ও আসামী গোলাম আযম কে নিজ বসতবাড়ী হতে গ্রেফতার করে পলাশবাড়ী থানার এস আই সঞ্জয় কুমার। এরপর গতকাল ১২ মে এ মামলায় ঘাতক গোলাম আযম কে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে থানা পুলিশ।

এবিষয়ে এ আই সঞ্জয় কুমার জানান, মুল আসামী কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে এঘটনায় থানায় মামলা হওয়ায় ও মুল ঘাতক গ্রেফতার হওয়ায় পলাশবাড়ী থানা পুলিশের প্রতি ও থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেছে ভুক্তভোগী ছাদেক আলীর পরিবার। তারা মামলার ঘটনার প্রকৃত রহস্য উৎঘাটন ও অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।

উল্লেখ্য, এ ঘটনায় আহত আসাদুজ্জামান সজীব জেলা শিল্পকলা ও পলাশবাড়ী উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য, পলাশবাড়ী সন্ধি একাডেমীর শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *