রাণীশংকৈলে বুরো বাংলাদেশ এনজিও’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলমান করোনা মোকাবেলায় বুরো বাংলাদেশ এনজিও’র উদ্যোগে ৫০০ জন কর্মহীন মানুষের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
গতকাল ১১ মে সোমবার সকালে রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে বুরো বাংলাদেশ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
প্রতিজন কর্মহীন ব্যক্তিকে খাদ্য সামগ্রী হিসাবে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু , ২’শ গ্রাম গুড়াদুধ, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ২ টি সাবান, ২ টি মাস্ক, ১ লিটার সয়াবিন তেল ও ১ প্যাকেট সেমাই দেওয়া হয়েছে।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
