কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টগরাইহাট এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বিপুল (৩২) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন তাকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়েছে। নিহত ট্রাক চালকের বাড়ি বগুড়ার মাটিডালি এলাকায় বলে জানা গেছে।
৪ মে (সোমবার) সকাল ৭টার দিকে কুড়িগ্রাম-রাজারহাট সড়কের টগরাইহাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, বগুড়া থেকে একটি মাছ বোঝাই ট্রাক আজ সকালে কুড়িগ্রাম আসার পথে রাজারহাট উপজেলার টগরাইহাট এলাকায় একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে মাছ বোঝাই ট্রাকের চালক নিহত হয়েছেন। নিহত চালকের গাড়ি নাম্বার (ঢাকা মেট্রো ন-১৩ ২৬ ০৯।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃঞ্চ কুমার সরকার।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম