গোবিন্দগঞ্জের কামদিয়া ইউনিয়নে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন কার্যক্রমের উদ্বোধন

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নবাসীর মাঝে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হয়েছে। আজ রোববার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান স্মার্ট কার্ড বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা নির্বাচন অফিসার ব্রজেন্দ্র নাথ রায়, পলাশবাড়ী উপজেলা নির্বাচন অফিসার শাহীনুর আলম, ইউপি সচিব ফারুকুল আলম, সহ ইউপি সদস্য বৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রথম দিনে কামদিয়া ইউনিয়নের ২ টি ওয়ার্ডের ৩ হাজার ৯ শ’ জনকে এই কার্ড বিতরণ করা হয়।
