নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: সেমাই কারখানায় জরিমানা

দিনাজপুর নবাব গঞ্জের বিনোদ নগরে একটি সেমাই কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার দুপুরে উপজেলার বিনোদ নগরে একটি অনুমোদনহীন সেমাই কারখানায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার(ভুমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল-মামুন। এসময় তিনি নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার আইনে সেমাই কারখানার মালিক মোঃ শাহিনুর ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
