3:23 AM, 13 November, 2025

৭দফা দাবিতে গাইবান্ধায় নারীমুক্তি কেন্দ্রের প্রতিবাদ

nari news

সারাদেশের মানুষকে ঝুঁকির মধ্যে ফেলে গার্মেন্টস খোলার সিদ্ধান্ত বাতিলসহ ৭দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার এক অনলাইন প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিভিন্ন এলাকায় অনলাইন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি সুভাসিনী দেবী, সহ-সভাপতি জাহেদা বেগম লীনা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সচেতন অভিভাবক আফরোজা বেগম লিলি, লিজা উল্যাহ, রাহেলা সিদ্দিকা প্রমুখ। বক্তারা বলেন, সারাদেশের মানুষকে ঝুঁকিতে ফেলে গার্মেন্টস খোলার সিদ্ধান্ত নিয়েছে যা আত্মঘাতী, যাদের শ্রমে- ঘামে দেশের অর্থনীতির চাকা সচল হয় আজকে তাদের সুরক্ষার কথা বিবেচনা না করে রাস্ট্রের এধরনের অমানবিক, বর্বর সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে গ্রাম-শহরের প্রসূতি মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত, নারী-শিশুসহ সকল শ্রমজীবি মানুষের খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত, শ্রমিক ছাঁটাই বন্ধ, গৃহকর্মীদের সবেতন ছুটি রেশন ও বিশেষ ভাতা, ত্রান নিয়ে ব্যাপক অনিয়ম-দূর্নীতি বন্ধসহ নারী-শিশু নির্যাতন ধর্ষন- হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *