প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে কর্মহীন ৫ শতাধিক ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ২৮ এপ্রিল (মঙ্গলবার) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ও রেড ক্রিসেন্টের চেয়ারপারসন আলহাজ্ব মো: জাফর আলী (সাবেক এমপি), সেক্রেটারী আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সাঈদ হাসান লোবান, শেখ বাবুল প্রমুখ।
বিতরণ অনুষ্ঠানে কর্মহীন মুক্তিযোদ্ধা, রিক্সা-ভ্যানচালক ও দুস্থদের মাঝে সাড়ে ৭ কেজি চাল, এক কেজি করে ডাল, তেল, লবন, চিনি ও ৫শ’ গ্রাম করে সুজি বিতরণ করা হয়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম