ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে রমজান মাস উপলক্ষে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে ৩০ শতাংশ ছাড়ে খাদ্য পন্য বিক্রি শুরু হলো। সদর উপজেলার আকচা ইউপির ফাড়াবাড়ি হাটে খাদ্য পন্য বিক্রয়ের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার।
সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে জুলুম বস্তির সদস্যরা নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিক্রয় করবেন বলে জানান তিনি। এতে করে সাধারণ ভোক্তারা ৩০ শতাংশ ছাড়ে যে কোন খাদ্য পন্য ক্রয় করতে পারবেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, ঠাকুরগাঁওয়ে সামাজিক যোগাযোগ গ্রুপ জুলুম বস্তির মাধ্যমে পর্যায়ক্রমে সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে এ কার্যক্রম চালু থাকবে। এর জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের জুলুম বস্তিকে সহযোগিতার নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম