আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।২৭ এপ্রিল শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উত্তরবঙ্গের ৭টি জেলায় বেকার যুবদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি (২য় পর্ব) প্রকল্পের আওতায় চলমান প্রকল্পের কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও সমস্যা সমাধান শীর্ষক অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তর গাইবান্ধার উপ-পরিচালক তোফায়েল আহম্মেদ খানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তরবঙ্গের ৭টি জেলায় বেকার যুবদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি প্রকল্পের (২য় পর্ব) প্রকল্প পরিচালক মো. আব্দুর রেজ্জাক ও সহকারী প্রকল্প পরিচালক (উত্তরবঙ্গ) আব্দুর রউফ শাহ। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন খাদেমুল ইসলাম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ফজুলল হক, হামিদুল ইসলাম, অফিস সহকারী আলমগীর মন্ডল সেলিম,বিটিভি জেলা প্রতিনিধি আবেদুর রহমান স্বপন প্রমুখ। কর্মশালাটির সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক স্বপন। কর্মশালায় ৫০ জন প্রশিক্ষিত যুবক অংশগ্রহন করেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম