4:51 AM, 13 November, 2025

এবার ট্রাফিক সার্জেন্টের দেহে করোনা শনাক্ত নতুন আক্রান্ত হলো পলাশবাড়ীতে

IMG_20200424_225819

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে আরও একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি গোবিন্দগঞ্জ থানা মোড় চারমাথার দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট। জানা যায়, আক্রান্তব্যাক্তি অসুস্থতা বোধ করলে গত সোমবার তার নমুনা সংগ্রহ করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা কুইক রেসপন্স টিম রংপুরে পাঠায়। আজ ২৪ এপ্রিল শুক্রবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাবে সেই নমুনা পরীক্ষায় তার শরীরের করোনা পজেটিভ ধরা পরে। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন। সাংবাদিকদের নিকট গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এই তথ্যের সত্যতা স্বীকার করেছেন।

এই নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ছয় জন করোনা পজেটিভ শনাক্ত হলো। বাঁকি পাঁচজন উপজেলার শালমারা ইউনিয়নের একই পরিবারের সদস্য। অন্য দিকে একই দিন পলাশবাড়ী উপজেলার পবনাপুরের বরকাতপুর গ্রামের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন৷ এ উপজেলায় তিনিই প্রথম করোনা আক্রান্ত রোগী।এর আগে আজ শুক্রবার জেলা প্রশাসন জানিয়েছিলো মোট আক্রান্ত করোনা রোগী ১৪ জন এই দুইজন কে নিয়ে মোট আক্রান্ত রোগী সংখ্যা দাড়ালো ১৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *