দিনাজপুরের নবাবগঞ্জে সরকারের ৫০% ভর্তুকিতে ধান কাটা, মাড়াই ও ঝাড়াই করার যন্ত্র কম্বাইন্ড হারভেষ্টার ও রিপার মেশিন পেলেন তিন কৃষক । বৃহস্পতিবার বিকালে কৃষি অফিসের সামনে উপজেলার পুটিমারা ইউনিয়নের আনন্দোলগ্রামের মোঃ নাছিরুল ইসলাম, বিনোদনগর ইউনিয়নের নারায়নপুর গ্রামের আতাউর রহমান ও হেয়াতপুর গ্রামের কৃষক মোঃ ইয়াকুব আলীর হাতে মিশনের চাবি তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার । এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক । কৃষি কর্মকর্তা বলেন, ‘চলতি বছর সরকারের ভর্তুকিতে নবাবগঞ্জ উপজেলার সাতজন কৃষককে ধান কাটার আধুনিক যন্ত্র প্রদান করা হবে। এর অংশ হিসেবে আজ তিন কৃষককে কম্বাইন্ড হারভেস্টার ও রিপার মেশিন প্রদান করা হলো।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম