5:03 AM, 13 November, 2025

নাগরপুরে সিএনজি শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

IMG_20200423_221409

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে টাঙ্গাইলের নাগরপুরের সিএনজি শ্রমিকরা প্রায় ১ মাস যাবৎ কর্মহীন। দীর্ঘ এতটা সময় কর্মহীন থাকায় খাদ্য সংকটে পড়েছেন এ শাখায় কর্মরত প্রায় ৯০০ শ্রমিক। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিএনজি শ্রমিক ইউনিয়ন অফিসে কর্মহীন এসকল শ্রমিকদের মাঝে সরকারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।

জানা যায়, নাগরপুরে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে কর্মহীন হয়ে পড়া হত দরিদ্রদের মাঝে সরকারি ও বেসরকারি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। সরকারি নির্দেশনা মেনে কর্মহীন ৩০০জন সিএনজি শ্রমিকের মাঝে বৃহস্পতিবার দুপুরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলামের সাথে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর। খাদ্য সামগ্রী বিতরন কালে সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন মানুষের মাঝে শুরু থেকেই সরকারের তরফ থেকে ত্রাণ বিতরন করা হচ্ছে। এর আগে ১০০ জন সিএনজি শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছিল। আজ ৩০০ জন শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও শ্রমিকদের ত্রাণের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *