6:51 AM, 13 November, 2025

গোবিন্দগঞ্জে ইট মাথায় পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

gobindhogonj

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে বাড়ীর গেট নির্মাণের সময় মাথায় ইট পড়ে তোজা মিয়া নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ২৭ এপ্রিল শনিবার বিকাল ৩টায় উপজেলার শাখাহার ইউনিয়নের রাজস গ্রামের কছির উদ্দিনের পুত্র মকবুল আলীর বাড়ীর গেট নির্মাণের জন্য রাজমিস্ত্রির সহকারী (নির্মাণ শ্রমিক) তোজারুল ইসলাম ( ২৭) সহ কয়েকজন শ্রমিক কাজ করছিল। এ সময় গেটের উপর থেকে হঠাৎ একটি ইট মাথায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই তোজা মিয়ার মৃত্যু হয়। মৃত শ্রমিক উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের পুত্র বলে জানা গেছে।