5:02 AM, 13 November, 2025

নবাবগঞ্জে ভ্রম্যমান অভিযানে ৮ দোকান মালিকের জরিমানা

93959433_269211090908621_688320297899655168_n

করোনাভাইরাসের সংক্রামণ রোধে দিনাজপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হলেও কিছু মানুষ আইন অমান্য করে নবাবগঞ্জ উপজেলায় দোকান খোলা রাখেন।গতকাল রবিবার সকাল থেকে উপজেলার ভাদুরিয়া,মতিহারা ও দলারদরগা বাজারে ভ্রম্যমান অভিযান পরিচালনা করে স্বর্ণের দোকান,হার্ডওয়্যার এবং প্রসাধনী সামগ্রীর দোকান খোলা রাখার দায়ে ৮ টি মামলায় মোট ২০হাজার,৫০০শ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)র উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্টেট সহকারী কমিশনার (ভূমি) মো. আল মামুন পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করেন।এছাড়া হাটগুলোতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মানুষকে সচেতন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *