কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট এলাকায় ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন করোনাভাইরাস পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া শতাধিক শ্রমজীবী মানুষ।
১৯ এপ্রিল (রোববার) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরুজুল ইসলাম ত্রাণ দেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শ্রমজীবী মানুষরা কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে গাছ ফেলে অবরোধ করে ত্রাণের দাবিতে বিক্ষোভ শুরু করেন।
তাদের অভিযোগ, কর্মহীন হয়ে পড়ার কারণে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। ঘরে খাবার নাই। এছাড়া তারা কেমন আছেন চেয়ারম্যান-মেম্বাররাও কোনো খোঁজ খবরও নেন না।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম