4:50 AM, 13 November, 2025

মুরাদনগরে সিএনজি ও রিক্সা চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

muradnagar comilla 15-04-2020 pc

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া সিএনজি ও অটো রিক্সা চালকদের মাঝে কুমিল্লার মুরাদনগরের স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ
হারুন এফসিএ’র নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা সদরের আল্লাহু চত্বরে এসব কর্মহীন হয়ে পড়া সিএনজি ও অটো রিক্সা চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্যর পক্ষ থেকে স্থানীয় নেতাকর্মীরা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল,
পেয়াজ ও সাবান।

এ সময় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা সদরের ইউপি সদস্য আক্তার হোসেন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদ, উপজেলা যুবলীগের সদস্য আবিদ আলী, জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি কেএম শারফিন শাহ্, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য আজিজুল হক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন, যুবলীগ নেতা কামরুল ইসলাম, রোস্তম মিয়া প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *