কিশোরগঞ্জে করোনা ভাইরাস রোধে জীবাণু নাশক ঔষধ স্প্রে করে ছাত্রদল

কিশোরগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জীবাণু নাশক ঔষধ স্প্রে করেছে ছাত্রদল এর নেতাকর্মীরা।
আজ কিশোরগঞ্জ জেলার বিন্নাটি বাজার, কালটিয়া বাজার ও মারিয়া বিসিকে জীবাণু নাশক ঔষধ ছিটানো হয়।
করোনা ভাইরাস রোধে সবার সচেতনতা ও সতর্কতা নিশ্চিত করতে এ কর্মসূচী হাতে নিয়েছে স্থানীয়রা নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাকারুল ইসলাম বাপ্পী, আর এস আইডিয়েল কলেজের প্রাক্তণ ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদে আহবায়ক ও ছাত্রদল নেতা মুক্তার হোসেন মুক্তার ছাত্রদল নেতা সারোয়ার আলম রাতুল, রিপন, সাহাদত, সবুর খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময়ে হেন্ড মাইক দিয়ে করোনার বিরুদ্ধে সচেতনতা মূলক বার্তা প্রচার করা হয় ও সবাইকে সচেতন হতে আগ্রহী করা হয়।
