প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৭:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২০, ৯:৪৭ পি.এম
ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঠাকুরগাঁওয়ের সর্বস্থরের মানুষ। আজ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। এসময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম,পুলিশ সুপার মনিরুজ্জামান,সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলার চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটোসহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপি নানা কর্মসূচি গ্রহন করেছে জেলা প্রশাসন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম