গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর পশ্চিমভাগে ১২ তম সওদাগর বাড়ী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় আলহেরা হাফিজিয়া মাদ্রাসায় এ উপলক্ষে মেধা বৃত্তির অন্যতম পৃষ্ঠপোষক যুক্তরাজ্যের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সায়েক আহমদের সভাপতিত্বে ও বৃত্তি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডা. আব্দুল জলিলের পরিচালনায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউনাইটটেড কমার্শিয়াল ব্যাংক সিলেটের ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক ইসতিয়াক আহমদ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা মাহমুদ আলী, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্টি সমাজসেবী আব্দুর রহিম, ভাদেশ্বর পশ্চিম ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুজাম্মিল আলী। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী, শিক্ষানুরাগী আফতাব মিয়া, ভাদেশ্বর খানম আহমদ বালিকা মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল ইসলাম, পশ্চিমভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাথ বন্ধু দাস, সমাজসেবী আশফাক আহমদ, ইউপি সদস্য মুহিদুজ্জামান লাভলু, ভাদেশ^র খানম আহমদ দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম, পশ্চিমভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সহির উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী কাওছার আহমদ টিপু, অভিভাবক হাফিজ জালাল আহমদ প্রমুখ। এসময় বক্তারা বলেন সওদাগরবাড়ীর সন্তানেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশে বিদেশে এলাকার ভাবমুর্তি উজ্জ্বলের পাশাপাশি শিক্ষার উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা পালন করছেন। শিক্ষামূলক কার্যক্রম অব্যহত রাখতে বৃত্তির পরিচালকদের প্রতি বক্তারা অনুরোধ জানান।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম