8:03 AM, 13 November, 2025

নবাবগঞ্জে গাছের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে শিশুসহ আহত৫

IMG_20200306_201356

এম এ সাজেদুৃল ইসলাম(সাগর)
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের নবাবগঞ্জে বিকেল ৫টায় আখিরা গ্রামের নার্সারি নামক স্থানে স্বপপ্নপুরি পিকনিক শেষে ফিরে আশার সময় পিকআপ ভ্যান (ঢাকা ন ১১-০৭৮৪)গাছের সংঙ্গে সংঘর্ষ হয়ে শিশুসহ ৫ জন আহত হন।

এসময় নবাবগঞ্জ উপজেলা ফায়ারসার্ভিসের উদ্ধার কারিদল আহতদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত খায়রুল আলমের স্ত্রী সীর তাজ বেগম এবং সজিব মোল্লার স্ত্রী মোছাঃ সায়মা আলাম(২৫)সহ ৫জনকে ভর্তি করা হয়।

এ ব্যপারে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার চৌহান বলেন, স্বপ্নপুরিতে পিকনিক সেরে ফিরে যাওয়ার সময় ড্রাইভার গাছের সঙ্গে লাগায় দিলে ঘঠনা স্থলে শিশুসহ ৫ জন আহত হয়। আহতদের নবাবগঞ্জ সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পিকআপ ভ্যানের ড্রাইভার পলাতক রয়েছে।