গাইবান্ধায় তীব্র দাবদাহ \ বৃষ্টির দেখা নেই \ জনজীবনে দুর্ভোগ

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় হঠাৎ করেই তীব্র দাবদাহ শু হয়েছে। গত এক সপ্তাহ থেকেই এ অবস্থা বিরাজ করছে। অথচ বৃষ্টির দেখা নেই। ফলে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।
বৈশাখের শুরুতে কিছুটা বৃষ্টি হলেও পরে তাও বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় গ্রীষ্মের শুরুতেই উত্তাপও বাড়তে শুরু করে। ফলে জলাশয় নদী খাল-বিলগুলো ইতোমধ্যে পানি শূন্যতায় খাঁ খাঁ করছে। গরমের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই ডায়রিয়া, পেটের বিভিন্ন পীড়া, সর্দি কাশিও ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে বৃদ্ধ ও শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি। জেলার হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে, এতদসংক্রান্ত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে।
তীব্র দাবদাহের কারণে কর্মজীবী মানুষেরা এবং জমিতে কৃষি শ্রমিকরা সঠিকভাবে কাজও করতে পারছে না। ফলে বাধ্য হয়ে মানুষ পথের ধারের শরবতের দোকান থেকে শরবত, আখের রস ও ডাবের পানি পান করে পিপাসা নিবারণ করছে। এই সুযোগে ব্যবসায়ীরা এসব জিনিসের দামও বাড়িয়ে দিয়েছে।
