প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৫:০০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০১৯, ১২:৩৪ এ.এম
মুরাদনগরে ভয়াবহ অগ্নিকান্ডে নিঃস্ব হলো ২ টি পরিবার

সফিকুল ইসলাম
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে অগ্নিকান্ডে ২টি বসতঘর ভস্মীভূত হয়ে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
সোমবার রাত ৯টা ৪০ মিনিটে উপজেলার আকুবপুর ইউনিয়নের মেটংঘর গ্রামের আকবর বাড়ীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার মেটংঘর এলাকায় ওহিদ মিয়ার রান্না ঘরের গ্যাসের চুলা থেকে রাত ৯টা ৪০ মিনিটে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে।
আগুনের লেলিহান শিখায় ২টি গরু ও ২টি বসতঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
অগ্নিকান্ডের খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এলাকার পৌছার পূর্বেই স্থানীয় জনগণ দীর্ঘক্ষন চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে ২টি পরিবার নিঃস্ব হয়ে যায়। স্থানীয়রা অভিযোগ করে বলেন অগ্নিকান্ডের ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে আসার পূর্বেই আমরা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসি।
এ ব্যাপারে মুরাদনগর ফায়ার সার্ভিস সাব অফিসার আব্দুর রব বলেন, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে যাওয়ার জন্য গাড়ী চলাচলের রাস্তা না থাকায় ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম