2:22 AM, 13 November, 2025

রাণীশংকৈলে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

FB_IMG_1556015754379

হুমায়ুন  কবির,

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
 "খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা
 স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে ২৩ এপ্রিল মঙ্গলবার থেকে ২৯ এপ্রিল ৭ দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে হাসপাতাল  চত্বর থেকে একটি  র‌্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।  র‍্যালি  শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, টিএইচএ  ডা. আব্দুল জব্বার, এসসিএইচ ডা. তোফাজ্জল হোসেন ভাইস চেয়ারম্যান শেফালি বেগম প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন আরএমও ডা. ফিরোজ আলম, ডেন্টাল সার্জন ডা. নুরুজ্জামান, স্বাস্থ্য সহকারী সহিদুর রহমান সোহাগ, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, স্যানেটারি ইন্সপেক্টর সারওয়ার হোসেন, অবসরপ্রাপ্ত টেকনোলজিস্ট সামসুদ্দিন, সিনিয়র স্টাফ নার্সবৃন্দ ,স্বাস্থ্য পরিদর্শক সহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন   কর্মচারীরাবৃন্দ।