6:32 AM, 13 November, 2025

মুরাদনগরে দুই শতাধিক এতিম শিশুর মাঝে বস্ত্র বিতরণ 

58377841_399519690631441_4090780586493345792_n
সফিকুল ইসলাম,
মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে এতিম শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল} দুপুরে উপজেলার রহিমপুর হেজাজিয়া এতিমখানার দুইশতাধিক এতিম অসহায় ও দুস্থ শিশুকে বস্ত্র দান করেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মনজুর আলম। এ সময় মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের, ওই এতিমখানার পরিচালক কাজী লোকমান, আহসান হাবিব শামিম, আরিফুল ইসলাম শাহেদ, রুহুল আমীন, আবিদ আলীসহ সমাজের বিশিস্টজনেরা উপস্থিত ছিলেন।
মুরাদনগরে যোগদানের পর ওসি মনজুর আলম বিভিন্ন এতিমখানা এবং শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে এতিম দুস্থ এবং অসহায় শিক্ষার্থীদের মাঝে ভাল খাবার এবং অন্য বস্ত্র প্রদান করে আসছেন। মুরাদনগরে আইন শৃংখলা উন্নয়নের পাশাপাশি তিনি শিক্ষার মান উন্নয়নেও ভুমিকা রাখছেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মাদক ও বাল্য বিবাহ বন্ধে সচেতন সভা করছেন। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যেন শিক্ষার মান বজায় থাকে সে লক্ষ্যে সচেতন সভা করছেন। একজন পুলিশ কর্মকর্তার এমন গুনাবলী দেখে মুরাদনগরের সচেতন মহলে বেশ প্রশংসা চলছে ওসি মনজুর আলমকে নিয়ে।