মোঃআল তুহীন আজাদ
নাগরপুর (টাংগাইল)প্রতিনিধিঃ
'মা বোনদের নিরাপত্তা চাই, ধর্ষনমুক্ত নিরাপদ দেশ চাই’ এই শ্লোগানে ফেনীর সোনাগাজী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের নাগরপুর বটতলায় এ কর্মসূচী পালিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাগরপুর উপজেলা শাখার উদ্দ্যোগে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির আহবায়ক লক্ষ্মীকান্ত সাহা, যুগ্ম আহবায়ক রামেন্দ্র সুন্দর বোস, নীরেন্দ্র কুমার পোদ্দার, অরুন কুমার সাহা, সাবেক প্রধান শিক্ষক শম্ভুনাথ সাহা প্রমূখ।
এছাড়া মানববন্ধনে উপজেলার হিন্দু সম্প্রদায়ের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে গত কয়েক দিনে ফেনীর নুসরাত ও টাঙ্গাইলের কয়েকটি ধর্ষনের ঘটনা সহ দেশব্যাপী নারীদের উপর নির্যাতনের ঘটনায় দায়ীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম