গাইবান্ধায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ “স্বাস্থ্য সেবা অধিকার-শেখ হাসিনার অঙ্গীকার” এ শ্লোগানে দেশব্যাপী শুরু হওয়া স্বাস্থ্য সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান আজ ২০ এপ্রিল শনিবার সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরে রংপুর বিভাগীয় পরিচালক ডাঃ অমল চন্দ্র সাহা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম,পৌর মেয়র শাহ জাহাঙ্গীর কবির মিলন সহ এসময় জেলা সিভিল সার্জনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
