8:05 AM, 13 November, 2025

মুরাদনগরে তিনদিন ধরে ৬৫ বছরের বৃদ্ধ নিখোঁজ

FB_IMG_1580614682658

সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর হতে গত তিনদিন ধরে নিখোঁজ রয়েছে ৬৫ বছরের বৃদ্ধ  মোঃ মতিউর রহমান। তিনি মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর (দঃ) ইউনিয়নের হারপাকনা গ্রামের আব্দুল মজিদ মাষ্টারের ছেলে। এ ব্যপারে মতিউর রহমানের ছেলে মোঃ জাকির হোসেন মুরাদনগর থানায় গত শনিবার (১ জানুয়ারী) একটি সাধারন ডায়েরি (জিডি) করেন।
ছেলে জাকির হোসেন জানান, ৩০ জানুয়ারি সন্ধ্যার পূর্বে মাগরিবের নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। আত্মীয় স্বজন সহ সকল সম্ভাব্য স্থানে খুঁজা খুজিঁ করেও কোন সন্ধান পাওয়া যায়নি। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পড়নে ছিল সাদা পাঞ্জাবী, পাঞ্জাবীর উপরে কালো রংয়ের ফুল হাতা গেঞ্জি, লুঙ্গি, মাথায় টুপি ও গলায় মাফলার। তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে কেউ তার সন্ধান পেলে ০১৭১৬১০৩৫৪৭ অথবা ০১৯২৫৬৫৪৮৪১ নম্বরে যোগাযোগ করার জন্য।