আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ যুব ইউনিয়ন গাইবান্ধা জেলা শাখার সম্মেলন আজ শনিবার স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন সাবেক যুব ইউনিয়ন নেতা বিশিষ্ট রাজনীতিক ওয়াজিউর রহমান রাফেল।
যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জেলা সভাপতি প্রতিভা সরকার ববির সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভপতি মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাজেদুর রহমান ঝিলাম, দপ্তর সম্পাদক আশিকুর রহমান জুয়েল, যুব ইউনিয়নের সদস্য খান আসাদুজ্জামান মাসুম, বাংলাদেশ কৃষক সমিতি জেলা সভাপতি সুভাষ শাহ রায়, সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সাধারণ সম্পাদক মাহমুদুল গনি রিজন, ক্ষেতমজুর নেতা মশিউর রহমান মইশ্যাল, যুব ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী, বাকবিশিস নেতা তপন কুমার বর্মন প্রমুখ। বক্তারা বলেন, দেশে অপশাসন, বিচারহীনতার সংস্কৃতি গড়ে ওঠার কারণে সমাজে নারী নির্যাতন, ধর্ষন, খুন প্রতিদিন বেড়েই চলেছে। দেশে শিক্ষিত বেকারদের কর্মসংস্থান না থাকায় বেকাররা মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে পড়ছে। এই পরিস্থিতি মোকাবেলা করতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে।
সম্মেলনের শুরুতে স্থানীয় পাবলিক লাইব্রেরী চত্বর থেকে শুরু হয়ে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম