কমলগঞ্জে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

হৃদয় ইসলাম,
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২০ এপ্রিল) বিকাল ৪ টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম.পি।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইয়াহিয়ার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক,কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোসাদ্দেক আহমেদ মানিক, বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধীন দাস, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ বলেন, ‘স্বাস্থ্য সেবা কারোর দয়া নয়, সাধারণ জনগণের অধিকার এবং এটা শেখ হাসিনার অঙ্গীকার’। তাই যে কোন মূল্যে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহŸান জানান তিনি।
এর আগে গত ১৬ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ৫ দিনব্যাপী স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্ধোধন করেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম.পি।
