মো.সুমন মিয়া,
শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পূর্বশত্রুতার জেরধরে দুটি সড়কে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ পাওয়া গেছে। রাস্তায় বেড়া দেয়ার ফলে গত একমাস যাবত স্কুল,কলেজ ও মাদরাসার শিক্ষার্থী ও জনসাধারণের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অন্যদিকে রাস্তায় বেড়ার কারণে প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে আসা বন্ধ করে দিয়েছে।
জানা গেছে,শ্রীমঙ্গল উপজেলায় ভূনবীর ইউনিয়নের আঐ ও পশ্চিম লইয়ারকুল গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত কালাহুপা ছড়ার দুই পাশে চলাচলের গ্রামের দুটি কাচা রাস্তায় বেড়া দিয়ে বন্ধ করে রেখেছে একই গ্রামের মো: চেরাগ আলী,মো: জবান উল্লাহ ও শহীদ উল্লাহ।
তাদের পরিবারের লোকজন ওই দুই রাস্তায় বাঁশের তৈরী বেড়া দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছে। রাস্তা বন্ধ করায় শিক্ষার্থীসহ এলাকাবাসী যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এ ঘটনায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট গ্রামবাসী অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পাশের বাড়ির একখন্ড জমি কেনাকে কেন্দ্র করে প্রতিহিংসার বশবর্তী হয়ে কয়েকটি পরিবারের লোকজন ও শিক্ষার্থীদের পড়া লেখায় প্রতিবন্ধকতা সৃষ্টির করার জন্যই রাস্তায় বাঁশের তৈরী বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে।
আব্দুল ওহাব উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, আমরা শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে আগে অবাধে যাতায়াত করেছি। কিন্তু বাঁশ দিয়ে বেড়া দেওয়ায় আমরা শিক্ষার্থীরা চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে। গ্রামের নানাবিধ সমস্যা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এই প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে।
প্রবাসী পরিবারটি বিত্তশালী হওয়াতে তাদের ভয়ে কেই বেড়াটি অপসারণ করার সাহস পাচ্ছে না। তারা পরোক্ষভাবে হুমকি দিচ্ছে যে,কেউ বেড়া তোলার চেষ্টা করলে তাদের খুন করে ফেলবে। স্থানীয়রা এবিষয়ে কেউ কোন সমাধান দিতে পারেনি।
এ ঘটনায় পশ্চিম লইয়ারকূল গ্রামের বেশকয়েকটি পরিবার বাদী হয়ে মো: চেরাগ আলী,মো: জবান উল্লাহ ও শহীদ উল্লাহর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অবগতির জন্য জেলা প্রশাসক,পুলিশ সুপার,মৌলভীবাজার,উপজেলা চেয়ার্যম্যান, শ্রীমঙ্গল থানা,উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসার ও শ্রীমঙ্গল প্রেসক্লাব বরাবর অনুলিপি মাধ্যমে অভিযোগ দিয়েছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বলেন, আমি অভিযোগের বিষয়টি তদন্ত করেছি ,আগামী রবিবার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে#
শ্রীমঙ্গল
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম