পঞ্চগড়ে মন্দিরে দুর্ধর্ষ চুরি

কাজী সাইফুল, পঞ্চগড়:
পঞ্চগড় সদর উপজেলার একটি মন্দিরে রাতের আঁধারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। স্বর্নালংকারসহ লুটপাট হয়েছে মন্দির প্রনামির প্রায় অর্ধ লক্ষ টাকা।উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের কাহারপাড়া এলাকায় অবস্থিত ওই মন্দিরটির নাম শ্রী শ্রী জগন্নাথ জিউ মন্দির।
গত ১৪ জানুয়ারি (মঙ্গলবার) মধ্যরাতে এঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয়দের। খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায় ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আককাস আহমদ। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছেন।
পরে একই দিন রাতে মন্দিরের সভাপতি শ্রী সঞ্জয় দেব বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি এজহার দায়ের করেন।এজহার সূত্রে জানা যায়, মন্দিরের সন্নিকটেই সভাপতি সঞ্জয় দেবের বাড়ি। ওই দিন রাতে মন্দিরের পাশাপাশি চোর তার বাড়িতেও হামলা চালায়। নগদ অর্থ, স্বর্নালংকার ও ল্যাপটপসহ নিয়ে যায় প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের মালামাল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আককাস আহমদ বলেন, মন্দিরে চুরির বিষয়ে এজহার দায়ের হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
