8:21 AM, 13 November, 2025

ঠাকুরগাঁওয়ে প্রাইভেটকার এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

IMG_20200117_112631
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে প্রাইভেটকার এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ঠাকুরগাঁওয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০মিনিটে একটি   প্রাইভেটকার এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ রফিকুল ইসলাম নামে এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে।  নিহত ব্যক্তি সদর উপজেলা  ৮ নং রহিমানপুর ইউনিয়ন কৃষ্ণাপুর গ্রামের মোহাম্মদ মংলুর ছেলে।
নিহত রফিকুল ইসলাম নিজের কাজ সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জামালপুর ইউনিয়ন জামালপুর ইক্ষু খামার ভাতার মারি ফার্মে  একটি প্রাইভেট কার এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক  নিহত হন। এবং প্রাইভেটকারটি খাদে পরে থাকতে দেখা যায়।পরে ফায়ার সার্ভিসএবং পুলিশ সদস্যরা এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
ঠাকুরগাঁও সদর থানার এসআই বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।