8:21 AM, 13 November, 2025

ঠাকুরগাঁওয়ে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

IMG_20190419_232121
মোঃ ইসলাম,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
 ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে কৃষক লীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী  পালন করা হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে দলীয় কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে এবং জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
পরে জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা কৃষকলীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মু. সাদেক কুরাইশী।
আওয়ামী লীগ নেতা মুহা: সাদেক কুরাইশী বলেন, কৃষি প্রধান দেশে বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন করে চলেছে। কৃষিতে ভর্তকিসহ কৃষকদের বিভিন্নভাবে বিভিন্ন ভাবে সহায়তা করছে সরকার। কৃষকদের আরও উন্নয়নে কৃষক লীগকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্ট, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, জেলা  কৃষক লীগের সভাপতি সরকার আলাউদ্দিন, সাধারণ সম্পাদক পবারুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমজান আলী খান সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষক লীগের নেতা কর্মীরা।