পঞ্চগড় প্রতিনিধি : মানবিক বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আদম তমিজী হকের উদ্যোগে দিনে রাতে ঘুরে ঘুরে দরিদ্র শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছেন সংগঠনটির একদল কর্মী।
সোমবার গভীর রাতে গাড়িতে শীতবস্ত্র নিয়ে পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে প্রকৃত শীতার্ত খুঁজে খুঁজে শীতবস্ত্র দিয়েছেন তারা।
শীতবস্ত্র পেয়ে দরিদ্র মানুষগুলোর মুখেও হাসি ফুটেছে।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন মানবিক বাংলাদেশ, পঞ্চগড় জেলা শাখার সভাপতি, আশিকুজ্জামান সৌরভ ও সাধারণ সম্পাদক মিনহাজ শাওন বসুনিয়া। এছাড়াও অন্যান্য সদস্যরা এতে অংশ নেয়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম