গাইবান্ধায় ঘাগোয়া ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ইউনিয়নের বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদ হলরুমে এই বাজেট ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঘাগোয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর জামান রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পলী উন্নয়ন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহম্মদ লস্কর, ইউপি সদস্য রেজাউল করীম মন্টু প্রমুখ। অনুষ্ঠানে ২০১৯-২০২০ অর্থবছরের ১ কোটি ৮০ লক্ষ ৫ হাজার ৮৬ টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদ সচিব আব্দুল মোত্তালিব আকন্দ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের জন্য ইউপি চেয়ারম্যান আমিনুর জামান রিংকুর স্ব-উদ্যোগে প্রতিষ্ঠিত কম্পিউটার কেন্দ্রের উদ্বোধন করেন।
