মোঃ জাহাঙ্গীর আলম,
মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার মাচাইন বাজারের ২টি দোকান আগুনে পুড়ে গেছে।
ঘটনাটি ঘটে (১৮ এপ্রিল) বৃহস্পতিবার সকাল পোনে ১০টায় জেলার হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের মাচাইন বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হরিরামপুর উপজেলার মাচাইন বাজারের অখিল সাহার স্বর্ণের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকান্ড ঘটে। এতে ওই স্বর্ণেন দোকান ও পার্শ্ববর্তি ছামসুল ইসলামের মের্সাস ত্রিমোহনী হার্ডওয়ারের দোকান পুড়ে যায়। অগ্নিকান্ডের পর স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করেন। প্রায় ১ ঘন্টা পরে মানিকগঞ্জ ও ঘিওরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে ঘন্টা ব্যপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
এ ঘটনায় প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। হার্ডওয়ার দোকান মালিকের ভাই ইউসুফ আলী জানান অখিল সাহার স্বর্ণের দোকানে কাজ করার জন্য বড় গ্যাস সিলিন্ডারের বোতল থেকে ছোট বোতলে গ্যাস ভরার সময় মুখে থাকা বিড়ির আগুন থেকে এ অগ্নিকান্ড ঘঠে। এসময় লোকজন ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর বড় সিলিন্ডার ব্রাস্ট হয়ে আগুন ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে দুটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম