পঞ্চগড় সাংবাদদাতাঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় বিআরটিসি বাসের ধাক্কায় বোদা পৌর এলাকার বাইপাশ মোড়ে আবু সাঈদ (২৯) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের বোদা পৌর এলাকা বাইপাশ মোড়ে এই ঘটনাটি ঘটে।
জানা যায় নিহত মোটর সাইকেল আরোহী আবু সাঈদের বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার উদাখালী গ্রামে।নিহত আবু সাঈদ প্রাইভেট ফার্ম কাজী ফিডস মিলের ইঞ্জিনিয়ার হিসেবে চাকুরী করতেন।প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার সকালে ঔষধ নিয়ে মোটর সাইকেল যোগে আবু সাঈদ যাচ্ছিলেন অপর দিকে পঞ্চগড় থেকে ছাড়ে আসা খুলনার উদ্দেশ্যে একটি যাত্রিবাহী বিআরটাসি বাস পঞ্চগড়-ঢাকা মহাসড়কে বোদা বাইপাশ মোড়ে তাকে ধাক্কা দেয়।এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।এ বিষয়ে বোদা থানার এসআই ওয়ালিউল জানান, আমরা ঘাতক বিআরটিসি বাসটিকে জব্দ করেছি , তবে চালক পলাতক রয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম