10:35 AM, 13 November, 2025

গাইবান্ধায় ট্রাফিক পক্ষ-২০১৯ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

jela pulish

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে ট্রাফিক পক্ষ ২০১৯ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও বিভিন্ন সচেতনতা মুলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ১৬ এপ্রিল মঙ্গলবার সকালে পুলিশ সুপার কার্যালয় থেকে একটি বিশাল র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম। আলোচনা শেষে গাড়ী চালক হেলপার ও যাত্রীদের সচেতনতা মুলক পরামর্শ প্রদানের পাশাপাশি জেলা পুলিশের পক্ষ ফুলের শুভেচ্ছা জানান পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম। এসময় ট্রাফিক পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।