প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৫:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০১৯, ১২:১৪ পি.এম
বরগুনা বেতাগীতে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার

বরগুনা সংবাদদাতাঃ
বরগুনার বেতাগী উপজেলার ৩ নং হোসনাবাদ ইউনিয়নের জলিশা বাজার সংলগ্ন আলম মিয়ার মাছের ঘেরের পাশে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে বেতাগী থানা পুলিশ।
আজ সোমবার বিকেল ৪ টায় স্থানীয় লোকজন লাশটি ভাসতে দেখে বেতাগী থানা পুলিশকে অবহিত করলে স্থানীয় লোকজনের সহায়তায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, তাৎক্ষণিক ভাবে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া যায়নি।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম