নবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪২৬ উদ্যাপিত

এম এ সাজেদুল ইসলাম(সাগর)
নবাবগঞ্জ(দিনাজপুর)থেকেঃ
১৪২৬ বঙ্গাব্দ বাংলা নববর্ষ উদ্যাপনে দিনাজপুরের নবাবগঞ্জ পহেলা বৈশাখ উদ্যাপন কমিটির আয়োজনে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচী পালনের মধ্যে দিয়ে নববর্ষ উৎসব পালিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজন ও উপজেলার বিভিন্ন পেশাজীবি মানুষের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ সানরাইজ বিদ্যানিকেতন স্কুল মাঠে মিলিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমানের উপস্থিতিতে বর্ষবরণের বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। পরে দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৈশাখ উদ্যাপনে সরকারি কর্মকর্তা ,রাজনৈতিক ব্যক্তিবর্গ ,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ,শিক্ষার্থী সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার দেওগাঁ রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সকালে বণাঢ্য র্যালি ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালনের কর্মসূচী পালিত হয়েছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক জানান গ্রাম বাংলার ঐতিহ্য বৈশাখী খুজে পাওয়া যায়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রেজাউল করিম জানান প্রতিটি বিদ্যালয়ে যথাযথ মযার্দা অনুযায়ী বাংলা নববর্ষ উদ্যাপিত হয়েছে।
