চট্টগ্রামে আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপে’র ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বাংলা চ্যানেল বিজয়ী ‘ নীল জামশেদ’!!

এম আবু তালেব,
আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
……………………………………….
চট্টগ্রামপ আনোয়ারা’র গর্ব, আনোয়ারার তারুণ্যের আইডল, এডভেঞ্চার যার নেশা, আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের অন্যতম এডমিন , মানবতা যার রক্তে সেই প্রিয় জামশেদকে সদ্য বাংলা চ্যানেল জয় করে আনোয়ারা’কে আরো একবার গর্বিত করায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান আনোয়ারা ব্লাড ডোনেট গ্রপের সদস্যরা৷ গতকাল ২৬শে মার্চ মঙ্গলবার আনোয়ারার মধ্যম বিলপুরে অনুষ্ঠিত গ্রুপের দশম ব্লাড ক্যাম্পেইনে এই শুভেচ্ছা জানানো হয় ৷ শুভেচ্ছার জবাবে জামশেদ বলেন, গ্রুপের সদস্য সহ যারা আমার জন্য দোয়া করেছেন,শুভকামনা জানিয়েছেন তাদের সকলকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানাই৷ আপনাদের দোয়া ও ভালোবাসা আছে বলেই মহান রবের দয়াতে আমার এই অর্জন৷ আমি আমার এই জয় সকল স্বেচ্ছায় রক্তদাতা ও যারা রক্ত সংগ্রহে দিনরাত কাজ করে যাচ্ছেন তাদের উৎসর্গ করছি৷
এসময় আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের সদস্যগণ উপস্থিত ছিলেন৷
