গাইবান্ধা জেলা প্রতিনিধি
প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের অধিনে জেলার দরিদ্র্য, ভূমিহীন,ক্ষুদ্র ও বর্গাচাষী কৃষক, বিধাবা ও স্বামী পরিত্যাক্তা মহিলা, চরা লের পিছিয়ে পড়া জনগোষ্ঠি, অশিক্ষিত ও স্বল্পশিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থান ও আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বি আর ডি বি’র উদ্যোগে প্রশিক্ষণ প্রাপ্তদের সনদ ও চেক বিতরন উপলক্ষে এক অনুষ্ঠান দিনব্যাপী এক কর্মশালা আজ রোববার এসকেএস ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরডিবি মহাপরিচালক মোহাম্মদ গিয়াসউদ্দীন ও বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা বি আর ডি বি’র উপপরিচালক মো: আবদুর সবুর প্রমুখ।
মহাপরিচালক বলেন, মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আয় ও সক্ষমতা বৃদ্ধি মাধ্যমে গাইবান্ধা জেলার দারিদ্র জনগোষ্টির আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন সাধন করা হবে। উত্তরা লের দরিদ্রদের জন্য কর্মসংস্থান নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে সমন্বিত পলী দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এতে করে পিছিয়ে পড়া জনগোষ্ঠি স্বাবলম্বী হয়ে উঠবে। এ অনুষ্ঠানে গাইবান্ধা জেলার ৭ উপজেলা থেকে ১শ ৫০ জন সুফলভোগী সমিতির ম্যানেজার ও সভাপতি গণ অংশ নেন।এই অনুষ্ঠানে সমিতির প্রশিক্ষন প্রাপ্ত সুফলভোগী সদস্যদের মাঝে আয় বর্ধক কর্মসূচির ঋণের চেক প্রদান করে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম