9:45 AM, 13 November, 2025

দেবীগঞ্জে যুগ্ন সচিবের অর্থনেতিক জোনের নির্ধারিত জায়গা পরিদর্শন

IMG_20190411_233156

কাজী সাইফুল
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতাঃ

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মোঃ মনিরুজ্জামান (যুগ্ন সচিব) বৃহ্স্পতিবার দুপুরে পঞ্চগড় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জায়গা পরিদর্শন করেছেন। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা, দাড়ারহাট ও প্রধানপুরে নির্বাচিত জমির বর্তমান অবস্থান সম্ভাব্য যোগাযোগ ব্যবস্থার তথ্যাদি সর্ম্পকে অবহিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট তথ্য প্রেরনের লক্ষ্যে তার অর্থনৈতিক জোন পরিদর্শণ।

যুগ্ন সচিবের পরিদর্শণ দলে উপসচিব আবু হেনা মোঃ মুস্তাফা কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল মান্নান, দেবীগঞ্জের ইউএনও প্রত্যয় হাসান , উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. নুরজ্জামান, দলের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দীন চেšধূরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।